
আমি আল মামুন আহমেদ,
সবুজ শ্যামল ধানক্ষেত পরিবেষ্টিত দক্ষিনা আঢুল হাওয়ার মায়া মাখা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ছোট্ট একটি গ্রাম । প্রভাতে পাখ পাখালির কিচির মিচির ডাকাডাকিতে যেখানে ভোরের সূর্য উঁকি দেয় ছোট বড় গাছগাছালির ঢালে ঢালে, সবুজ পাতায়। যেখানে ভোরের উঠানে ভাত শালিক খেলা করে, শান বাঁধানো পুকুরঘাটে মাছরাঙা ডানা ঝাপটায়। প্রকৃতির ছায়াঘন মায়ায় জড়ানো এমন একটি গ্রামে ১৯৮৮ সালে আমি জন্ম গ্রহন করি ।
আমি পরিবারের ৫ম সন্তান। ছোটবেলা থেকেই প্রানবন্ত ও কিঞ্চিত উচ্ছ্বল জীবনযাপন করতে ভালোবাসি। ভালোলাগে পরের উপকারে নিজেকে অকাতরে বিলিয়ে দিতে। ছোটবেলা থেকেই ভালো ছাত্র হিসেবে পরিচিতি ছিলো। মূলত আমার শৈশব কাটে গ্রামে। পড়াশুনার হাতেখড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে গ্রামর মাধ্যমিক বিদ্যালয় থেকেই ২০০৪ সালে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে ২০০৬ সাথে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করি। কলেজে ভর্তি হবার পর একটু আধটু লেখালেখি করতাম। ছোট বেলায় গান ভালো গাইতাম, স্কুল লাইফে গান গেয়ে অনেক পুরস্কার ও পেয়েছি। ঢাকা সিটি কলেজে অধ্যয়নকালীন বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহন করেছি, এবং ক্যারম এককে দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম। কলেজের গন্ডি পেরিয়ে সুদূর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিবিএ এমং এমবিএ ডিগ্রী অর্জন করি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় ফ্রিল্যান্সিং করতাম। নেট ঘাটাঘাটি, ব্লগিং ও বই পড়া ছিলো আমার নেশা। প্রিয় খেলার তালিকায় ক্যারম, দাবা আর ফুটবলকে রাখতেই হচ্ছে। ভালোবাসি অজানাকে জানতে ও অদেখাকে দেখতে। ঘুরতেও ভালোবাসি। ভ্রমনে পছন্দের তালিকায় রয়েছে কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবন ও সেন্টমার্টিন। বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা চুকিয়ে ২০১৮ সালে একটি বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। পরবর্তীতে একটি বাড়ি একটি খামার এবং কৃষি ব্যাংকে জবের সুযোগ পাই। সর্বশেষ ২০১৯ সালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হিসেবে যোগদান করি এবং সেখানেই বর্তমানে কর্মরত আছি। ব্যক্তি জীবনে এখনো অবিবাহিত। স্বপ্ন আছে দেশের জন্য কিছু করার, দেশের সেবা করার অদম্য ইচ্ছাকে প্রতিনিয়ত বুকে লালন করি। বাকিটুকু মহান আল্লাহ এর ইচ্ছা ও আপনাদের দোয়া।